মঠবাড়িয়ায় ধানক্ষেত থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরতলী সাতঘর এলাকার ধানক্ষেত থেকে ইমরান আকন ধলু (১৫) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) সকালে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইমরান আকন সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের রং মিস্ত্রি মনির আকনের পুত্র এবং সাপলেজা মডেল হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।

পরিবারের দাবি,জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ইমরান আকনকে হত্যা করা হয়েছে। হত্যার পর বাড়ির সামনে থাকা একটি ধানক্ষেতের পাশে তাকে ফেলে রাখা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফরিদ,সালাউদ্দিন ও পুতুল নামে ৩ জনকে আটক করা হয়েছে।এরমধ্যে ফরিদ ও সালাউদ্দিনকে ধানক্ষেতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ইঁদুর দমনের ফাঁদ তৈরির অভিযোগে এবং পুতুলকে পূর্ব বিরোধ ও হুমকির অভিযোগে আটক করা হয়েছে। এছাড়াও স্থানীয় লাল মিয়া মোক্তারের ছেলে মঞ্জু ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

জানা গেছে, নিহত স্কুল ছাত্র ইমরান বাবা ও দাদার সাথে ইফতার করে বাড়ি থেকে বের হয়।এরপর তারা তারাবির নামাজ আদায় করে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। সেহরির সময় ইমরানকে দেখতে না পেয়ে সকাল থেকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে ৫০০ গজ দূরে মরদেহের একাংশ ধানক্ষেতে এবং আরেকাংশ নালায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।উদ্ধারকৃত লাশটির বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।