মঠবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যান হলেন আমির হোসেন সিরাজী

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০ নং হলতা গুলিয়াখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমির হোসেন সিরাজী। তিনি ১ নং ওয়ার্ডের (কবুতরখালী) ৪ বার নির্বাচিত ইউপি সদস্য।

২০২১ সালের ১৮ জুলাই থেকেই প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরেও তিনি তার দায়িত্ব পালন করে আসছেন। ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো ও ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

৫ আগস্টের পর কী কী সেবা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচীর (ভিজিডি) আওতায় ১৮৯ জন নারীকে ৩০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। এ কর্মসূচী অব্যাহত আছে। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন ৬০০ জন মৎস্যজীবি মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরন করা হয়েছে। এছাড়া অন্যান্য নাগরিক সেবাও অব্যাহত আছে।

তিনি আরও জানান, একজন ইউপি সদস্য প্রতি মাসে ৩৬০০ টাকা সরকারীভাবে সম্মানী পেয়ে থাকেন।আর পরিষদ থেকে ৪৪০০ টাকা পাওয়ার কথা থাকলেও তা আমরা নিতে পারি না।সরকারী সম্মানীর পরিমান বাড়ানো উচিত বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।