মঠবাড়িয়ায় বিএনপি অফিসে হামলার ঘটনায় ইউপি সদস্য কারাগারে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদের (৭ নং ওয়ার্ড) ইউপি সদস্য এবং বাদুরতলী গ্রামের হাজী আঃ বারেক আকনের পুত্র মোঃ জিয়াউর রহমান আকনকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৮ এপ্রিল মঠবাড়িয়া থানা পুলিশ ওই ইউপি সদস্যকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গত বছরের ৪ আগস্ট মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঠবাড়িয়া উপজেলা শাখা অফিসে হামলা চালানোর ঘটনায় ২০ ডিসেম্বর মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, ঘটনার সময় আসামীরা আওয়ামী সন্ত্রাসী ককটেল, বোমা,রামদা,চাপাতি,চাইনিজ কুড়াল,লোহার রড,পাইপ,সাপল এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে কার্যালয়ে থাকা নেতাকর্মী ও অফিসে দায়িত্বে থাকা কর্মচারী গুরুতর আহত হয়। দুর্বৃত্তরা অফিসের গুরুত্বপূর্ণ নথি ও টাকা লুট করে নিয়ে যায় এবং অফিসের মালামাল ভাংচুর করে। ভীত-সন্ত্রস্ত করার লক্ষে ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে।

ইউপি সদস্য জিয়াউর রহমান আকন এজাহারনামীয় আসামীদের সহিত ঘটনাস্থলে থাকিয়া মামলায় উল্লেখিত ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে সাক্ষ্য প্রমানাদী পেয়েছে পুলিশ।১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।