মঠবাড়িয়ায় বীর নিবাস নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে বরাদ্দকৃত বীর নিবাস নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজের অগ্রগতি ও বিবরন তুলে ধরেন।এ সময় বীর নিবাস প্রাপ্ত ৭৯ জন বীর মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ১৫ জন ঠিকাদার উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, এসিল্যান্ড সৈকত রায়হান, উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ।
মুক্তিযোদ্ধাদের অভিযোগ, বীর নিবাস নির্মাণের জন্য পুরানো বসত ঘর ভেঙে কেউ রান্না ঘরে,কেউ ছাপ্পর দিয়ে,কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। কাজের ধীর গতির কারনে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন মুক্তিযোদ্ধারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদার জানান, এ বছরের মে মাসের মধ্যে বাকি ঘরগুলোর কাজ সম্পন্ন করা হবে।যেসব ঘরের কাজ বন্ধ রয়েছে সেগুলোর কাজ এক সপ্তাহের মধ্যে শুরু করার জন্য ঠিকাদারদের বলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন