মঠবাড়িয়ায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মিরাজ হাজী নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৯ টার দিকে সাপলেজা – আমড়াগাছিয়া ব্রীজ থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।পরের দিন শুক্রবার ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম।

জানা গেছে,আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান সহ স্থানীয়রা মিরাজ ও ইমন নামে ২ জনকে মাদক সেবনের সময় আটক করে।এরপর তাদেরকে আমড়াগাছিয়া বাজারে আনার সময় ইমন পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ মিরাজ নামে ওই যুবককে থানায় নিয়ে যায়। পরের দিন শুক্রবার ভ্রামামান আদালতে তাকে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়।

মঠবাড়িয়া থানা পুলিশ জানায়,স্থানীয়দের হাতে আটককৃত ওই মাদকসেবির কাছে ৩ পিস ইয়াবা পাওয়া গেছে। পরিমানে কম থাকায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা না দিয়ে তাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে।