মঠবাড়িয়ায় মানববন্ধন থেকে বাড়ি ফেরার পথে মারধর : থানায় জিডি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া এলাকায় মানববন্ধন থেকে বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য এসআই নাদিম মাহমুদকে নির্দেশ দিয়েছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।
জানা গেছে, গত ৪ জুন বিকালে তুষখালী ইউনিয়নের ৫ নং মধ্য ছোট মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হেমায়েত ও হারুন গং কর্তৃক নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে তিন শতাধিক নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধনে যোগ দেয়। কিন্তু মানববন্ধন থেকে বাড়ি যাওয়ার পথে হেমায়েত হাওলাদারের স্ত্রী মাসুরা (৫০), মেয়ে নিপা (২৮) এবং মজিদ ফরাজীর ছেলে এমাদুল ফরাজী কয়েকজন নারী ও শিশুকে মারধর করে। এরমধ্যে সাথী আক্তার ও তার মেয়ে জুবাইদা আক্তার আহত হয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাথী আক্তার (২৮) বাদী হয়ে ১২ জুন মঠবাড়িয়া থানায় একটি জিডি করেন।জিডি নং-৫৯৫ তারিখ-১২/০৬/২০২৩ খ্রি.।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন