মঠবাড়িয়ায় মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্সের শুভ উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ইসলামবাগ এলাকায় মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে কমপ্লেক্স কর্তৃপক্ষের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্সের সভাপতি এবং দক্ষিন বন্দর জামে মসজিদের পেশ ইমাম মো. শাহ জালাল।
প্রভাষক মো. নাজমুচ্ছাদাতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রুহুল আমিন দুলাল, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শরীফ মো. আবদুল জলিল,উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কেএম হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো.রুহুল আমিন,উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ৬ নং টিকিকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক নজরুল ইসলাম, বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কামাল উদ্দিন এবং নিহারিকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাদেকুর রহমান।
বক্তারা ইতোপূর্বে দেশে যে ক্রটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ও কারিকুলাম চালু হয়েছিল তা থেকে বের হয়ে আদর্শ ও বাস্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় ফিরে আসার জন্য আহবান জানান। ইতোমধ্যে মারকাযুল হুদা আলিয়া মাদ্রাসা (বালক ও বালিকা শাখা) এবং নূরানী মাদ্রাসা চালু করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত জমিতে ইফতার মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন