মঠবাড়িয়ায় হাফেজি মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আলহাজ্ব জয়নুল আবেদীন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় মাদ্রাসার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম জয়নুল আবেদীনের সুযোগ্য পুত্র আলহাজ্ব ফারুক আবেদীন। বিশেষ অতিথি ছিলেন আমতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব আফতাব উদ্দিন।
মাদ্রাসাটির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালক হাফেজ মাওঃ সাইফুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম কবির,মনিরুজ্জামান মিল্টন,রূপালী নার্সারীর স্বত্বাধিকারী আবদুস সালাম,মো.ইউসুফ আলী,জাকির হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন