মঠবাড়িয়ায় ২টার পরিবর্তে ১১টায় মাদ্রাসা ছুটি : একাডেমিক সুপারভাইজারের অবহেলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য বড় শৌলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ক্লাস শুরু হয় ৯ টায় আর ছুটি হয় সাড়ে ১১টায়।একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম বিষয়টি জানলেও রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নেন না তিনি।

জানা গেছে, মাদ্রাসাটির সুপার মাওলানা নাসরুল্লাহ মাদ্রাসায় আসেন সপ্তাহে ২/৩ দিন।কোনদিন ৯ টায় আবার কোনদিন ১০ টায় আসলেও মাদ্রাসা ত্যাগ করেন সাড়ে ১১ টার মধ্যেই। শিক্ষার্থী না থাকায় ঘুমিয়ে সময় কাটান কয়েকজন সহকারী শিক্ষক।শিক্ষকদের ঘুমিয়ে থাকার ছবি উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠিয়েছেন স্থানীয়রা।সুপারিন্টেন্ডেন্টের (সুপার) অবহেলায় ১৩ জন শিক্ষক – কর্মচারীর এই মাদ্রাসায় ছাত্র-ছাত্রী আছে মাত্র ৩০ জন।যদিও মাস গেলে তারা বেতন তুলেন ২ লাখ ৩৩ হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক গত রবিবার জানান,৯ টায় ক্লাস শুরু হয়েছে আর সাড়ে ১১ টায় ছুটি হয়েছে। সহ- সুপার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন – ১২ টায় ছুটি হয়েছে। সহকারী শিক্ষক মোঃ কবিরুল ইসলামও ১২ টায় ছুটি হয় বলে জানিয়েছেন।তবে স্থানীয়দের বক্তব্য একটু ভিন্ন।তারা বলেন,মাদ্রাসায় দেখি শুধু পতাকাই ওড়ে।ছাত্র-ছাত্রী নেই বললেই চলে।মাদ্রাসার সুপার এবং কয়েকজন শিক্ষক ইচ্ছেমত আসে আর যায়।নিয়মিত পাঠদান করেন না তারা।

একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম জানান, গরমের কারনে মাদ্রাসাটিতে ৮ টা থেকে ১২ টায় ক্লাস হতে পারে। তবে জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী ১১ টায় বা ১২ টায় ছুটি দেওয়া অনিয়ম বলে জানিয়েছেন। তিনি বলেন,বিষয়টি খতিয়ে দেখে সুপারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সুপারিন্টেন্ডেন্ট মাওলানা নাসরুল্লাহকে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।