মঠবাড়িয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম, ২ জন গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৭০ বছরের বৃদ্ধকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। ৩০ অক্টোবর জমিজমার বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ শনিবার (৬ নভেম্বর) ২ জন আসামী গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বাদুরতলী গ্রামের মৃত আমির হোসেনের পুত্র সিদ্দিক এবং শহীদ মিয়ার পুত্র মোঃ বেলাল।
বাদুরতলী গ্রামের মৃত তাহের হাওলাদারের পুত্র আহত আঃ সাত্তার (৭০) নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।বর্তমানে তিনি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার মুক্তিযোদ্ধা ভাতা প্রক্রিয়াধীন। মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের বেডে রয়েছেন তিনি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন