মঠবাড়িয়ায় রাহাত হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কলেজ ছাত্র রাহাত হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঠবাড়িয়া থানা পুলিশ ও পিরোজপুর দক্ষিণ বিভাগ ডিবি পুলিশের যৌথ অভিযানে রবিবার (১৪ নভেম্বর) রাতে আসামীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো- মামলার ৫ নং আসামী মোঃ শাওন মাল(২০) পিং-মোঃ মহারাজ মাল গ্রাম-দক্ষিন গুলিশাখালী, ৯ নং আসামী মোঃ আসাদ ফরাজী (১৫) পিং- মোঃ আলী ফরাজী গ্রাম-দক্ষিন গুলিশাখালী, ১১ নং আসামী মোঃ নাদীম (১৭) পিং- মোঃ নুরুল আমিন মোল্লা গ্রাম-দুর্গাপুর থানা – মঠবাড়িয়া জেলা পিরোজপুর।
হত্যাকান্ডের শিকার রাহাতের বাবা শাহজালাল ওরফে শাহ আলম হাওলাদার বাদী হয়ে ১৪ নভেম্বর রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১২।ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩০৫/৩৪ দঃ বিঃ অপরাধ।
আসামীরা গত ১৩ নভেম্বর টিয়ারখালী মন্টু খলিফার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর রাহাতসহ ৮ জনের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে রাহাত মারা যায় এবং ৩ জন গুরুতর জখম হয়। আহতরা বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন আছে।
রাহাত হত্যা ঘটনায় এজাহারনামীয় ৩ জন আসামী ছাড়াও সন্দেহজনকভাবে ২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।মঠবাড়িয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগের ওসি (ডিবি) মোঃ আসলাম উদ্দিন জানান, রাহাত হত্যা মামলার তিন জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন