মঠবাড়িয়ায় ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ২.৩০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আগামীকালও সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মঠবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম নিত্যানন্দ কুন্ডু জানান, ভান্ডারিয়া উপজেলার পুনা নদীতে রিভার ক্রসিং লাইন টানার উন্নয়ন কাজ চলাকালীন নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এজন্য এলাকায় মাইকিং করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় মানুষ এখন বিদ্যুৎ নির্ভর হয়ে পড়েছে। কর্মকর্তাদের অবহেলায় এলাকায় মাইকিং না করেই বিদ্যুৎ বন্ধ রাখায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম ফারুক হাসান জানান, সকাল থেকে বিদ্যুৎ বন্ধ ছিল।তবে কেন বন্ধ ছিল তা জানি না।

মঠবাড়িয়া পৌর শহরের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন জানান, গতকাল বিদ্যুৎ নিয়ে মাইকিং শুনেছি। তবে কি বলেছে তা স্পষ্ট বুঝতে পরিনি।

এ ব্যাপারে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) শেখ মোহাম্মদ আলী জানান, বিদ্যুৎ সংক্রান্ত উন্নয়ন কাজ চলাকালীন নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এরপর পর্যাপ্ত মাইকিং ও নোটিশ করার জন্য সংশ্লিষ্ট ডিজিএমকে অবগত করা হবে।