মডেল ইউনাইটেড ন্যাশনস কনফারেন্সে বশেমুরবিপ্রবি শিক্ষার্থী ইফতির সাফল্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছায়া জাতিসংঘ কনফারেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী ইফতি আরাফাত প্রথম স্থান অধিকার করেন। তিনি বশেমুরবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সদস্য।

গত ২৩,২৪ এবং ২৫ ফেব্রুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মডেল ইউনাইটেড ন্যাশনস এ্যাশোসিয়েশন কর্তৃক ৩ দিন ব্যাপী একটি ন্যাশনাল ইউনিভার্সিটি MUN কনফারেন্সের আয়োজন করা হয়। কনফারেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল এ্যাফেয়ারস কাউন্সিল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যবিপ্রবি’র মডেল ইউনাইটেড ন্যাশনস এ্যাশোসিয়েশনস থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উক্ত কনফারেন্সে বশেমুরবিপ্রবি গ্লোবাল এ্যাফেয়ার কাউন্সিলের সদস্য কাজী ইফতি আরাফাত বেস্ট ডেলিগেট (১ম স্থান) – United Nations Correspondents Association , সাওয়াদ খান ভার্বাল মেনশন এওয়ার্ড – Economic & Social Council এ Canada এর প্রতিনিধি এবং আহসান উল্লাহ Specialized committee for Bangladesh Affairs কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করেন ।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবি’র গ্লোবাল এফেয়ার্স কাউন্সিল এর সর্বমোট ৩ জন ডেলিগেট এর মধ্যে ২ জন এওয়ার্ড প্রাপ্ত হয়।