মদনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগান কে সামনে রেখে নেত্রকোণা মদন উপজেলা চত্বর হতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, একাডেমি সুপারভাইজার জোছনা বেগম, মদন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার উজ্জ্বল , সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান হীরা, প্রেসক্লাব সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল, মোঃ নিজাম উদ্দিন তালুকদার, আলী আজগর পনি, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম শফিক, ইউপি সদস্য, সুহেল মিয়া,মোঃ নজরুল ইসলাম, শিক্ষক মোঃ বিপুল মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন