মদনে ডেভেলপমেন্ট হেল্পিং কী ডিএইচকে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মদনে বেসরকারি এনজিও ডেভেলপমেন্ট হেল্পিং কী (ডিএইচকে) উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে ডেভেলপমেন্ট হেল্পিং কী ( ডিএইচকে) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ সোহাগ, মদন ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম, কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়ত উল্লা রয়েল, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাত আফরোজ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইমরান হাবিব,মদন প্রেসক্লাব প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থাটি সাংগঠনিক সম্পাদক চম্পা রানী সাহা,প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ডেভেলপমেন্ট হেল্পিং কী ( ডিএইচকে) নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন খান।

এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ রাসেল মিয়া, নির্বাহী সদস্য মোঃ জহিরুল ইসলাম খান, বিভিন্ন ইউনিয়নের সুপারভাইজার ও স্বাস্থ্য কর্মীগণ। উল্লেখ যে স্বাস্থ্য কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।