মদনে পল্লী বিদ্যুৎতের কর্মস্থলে যোগদান করেনি ৪৪ কর্মচারী

নেত্রকোনার মদনে সরকারের দেওয়া আল্টিমেটাম কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজ কর্মস্থলে যোগদান করেনি পল্লী বিদ্যুৎতের গণছুটিতে থাকা ৪৪জন কর্মচারী।এতে তীব্র গরমে ভোগান্তিতে রয়েছে উপজেলার পল্লী বিদ্যুৎতের হাজার হাজার গ্রাহকসহ সাধারণ জনগণ।

জানা যায়, পল্লী বিদ্যুৎতের বৈষম্য দূরীকরণ, আরইবির শোষণ ও নিম্নমানের মালামাল বন্ধ, চাকরি নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে বরখাস্ত কর্মকর্তা কর্মচারীদের পুনর্বহালের ৪ দফা দাবিতে নেত্রকোনার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গত কিছু দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। কিন্তু গত বৃহস্পতিবার (৪ই আগস্ট) কর্মচারীদের দাবি না মানায় তারা গণছুটিতে যান। এতে অংশগ্রহণ করেন মদন জোনাল অফিসে ৪৪জন কর্মচারী।তবে রোববার (৭ই সেপ্টেম্বর)বিদ্যুৎ,জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ শফিউল্লাহ ২৪ ঘন্টার মধ্যে সকল কর্মকর্তা কর্মচারীদের কে নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করলেও তারা এখনো নিজ কর্মস্থলে যোগদান করেনি।

সোমবার (৮ই সেপ্টেম্বর) মদন জোনাল অফিস ও সাব-স্টেশন ঘুরে ৫৪জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪৪জন কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায়।

মদন জোনাল অফিসে ডিজিএম রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আমার ৫৪জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪৪জন এখনো কর্মস্থলে যোগদান করেনি।এতে গ্রাহকদের সেবা দিতে আমার খুবই কষ্ট হচ্ছে।আমি আশা করি আজকের মধ্যেই তারা কর্মস্থলে যোগদান করবে।