মদনে পাওনা টাকার গড়মিল নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫
প্রতিনিধি, মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনে দোকানের পাওনা টাকার হিসাবের গড়মিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার কুঠুরীকোনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,কুঠুরীকোনা গ্রামে মনোহরি দোকানদার হুসাইন একই গ্রামের কালাম মিয়ার নিকট দোকানের ৩৮০ টাকা দোকানের পাওনা যায়। কিন্তু কালাম ২৮০ টাকা পাওনার কথা স্বীকার করে। এরই জের ধরে এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত রহুল আমিন,আল আমিন,রেহেনা আক্তার,সুন্নতা,উজ্জল ও হুসাইনকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহত পিকুল মিয়া,কালাম মিয়া,হিরন মিয়া, সুহেল মিয়া,খায়রুল ইসলাম,হারুল,এখলাছ,দিলোয়ার,শহীদ মিয়া স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসাধীন রয়েছে।
ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান,সংঘর্ষের ঘটনা শুনেছি,তবে কেউ অভিযোগ করেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন