মদনে বাড়ি সীমানা নিয়ে অভিযোগ
মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বিধা দ্বদের অভিযোগ উঠেছে।
ঘটনাটি উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েক পুর গ্রামের পূর্ব পাড়া মৃত হেলান উদ্দিন তালুকদার ছেলে উজ্জ্বল মিয়ার সাথে একই বাড়ীর তাজ উদ্দিনের স্ত্রী সায়েরা এর বসতি ঘরের সীমানা নিয়ে।
সরজমিনে গিয়ে জানা যায়, উজ্জ্বল মিয়া ও তাজ মিয়া উভয়ে চাচাতো জেটাতো ভাই সম্পর্ক। তাদের
মধ্যে দীর্ঘ দিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে বলে গ্রামবাসী সূত্রে জানা যায়।
উজ্জ্বল মিয়া নিকট জানতে চাইলে তিনি বলেন, তাজ মিয়া বসত ঘর করার সময় আমার নিকট হতে ৩০ হাজার টাকা নেয়, কারন আমি তার ওয়াল আমার মিল ঘরের বেড়া হিসেবে ব্যবহার করব বলে, এখন তাঁর স্ত্রী বিভিন্ন জায়গায় আমার নামে অভিযোগ দিচ্ছে। এমনকি বসত ঘরটি আমার জায়গার মধো রয়েছে।
এস আই মোঃ মজিবর রহমান বলেন, আমি অভিযোগ পেয়ে তদন্ত করতে গিয়ে ছিলাম, উজ্জ্বল মিয়া এলাকার মাতাব্বর নিয়ে ১০ দিনের সময় নিয়েছে। এর মধ্যে বাড়ি সীমানা নির্ধারন করবে।
পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ফিরুজ আহমদ বলেন, বিদ্যুৎ এর লাইন দেখার জন্য আমি লোক পাঠিয়ে ছি,দেখার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন