মদনে বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণা মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। এ সময় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পড়ান দেওয়ান বাজার জামে মসজিদের খতিব মোঃ জাকারিয়া।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান যৌথ তাবে পরিচালনা করেন, আসমা বেগম,ফাতেমা আক্তার নূরুল আমিন আজাদ।
এতে উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের ( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুর রউফ , সাবেক শিক্ষক মোঃ মতিউর রহমান, উপজেলা (প্রাথমিক) শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, দেওয়ান বাজারে বণিক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস ইয়ার আহমেদ, প্রধান শিক্ষক তালে হোসেন মিছিল জান একাডেমি মোঃ সোহেল রানা, সাবেক সভাপতি মদন প্রেসক্লাবের মোঃ জাকির হোসেন উজ্জ্বল, মহিউদ্দিন মার্কেট বণিক সমিতির সভাপতি মোঃ আল আমিন তালুকদার, সাবেক ইউপি সচিব আমিনুল হক (অনু মিয়া)।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ, শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যম কর্মী প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন