মদনে ৬ নভেম্বর হানাদার মুক্ত দিবসের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

নেত্রকোণা মদন উপজেলা ৬ নভেম্বর হানাদার মুক্ত দিবসের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর)সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম এর সভাপতিত্বে প্রস্ততিমূলক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, নায়েক পুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন ভুঁইয়া।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, জোবাইদা রহমান মহিলা কলেজের( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হাজী করনী, জেলা পরিষদ সদস্য ফরিদা ইয়াছিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) তারিক সালাহউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ দুলাল মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক এ টি এম কামরুজ্জামান রফিক, ডাঃ নয়ন ঘোষ, জাকির হোসেন,সহ গণ মাধ্যম কর্মীগণ।