মদন পৌরসভায় সংবর্ধনা ও মতবিনিময় সভা
মদন পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সমন্বয় কমিটির সদস্য মদন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদকে ৭,৮ ও ৯ নং- সম্মানীত ব্যক্তিবর্গ মিলে সংবর্ধনা প্রদান করেন।
রোববার (১৩ অক্টোবর) বিকালে জাহাঙ্গীর পুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংবর্ধনা ও মতবিনিময় অনু্ষ্টানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুর রউফ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূরুল আমিন আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ আমিনুল হক উনু মিয়া, রিয়াজ উদ্দিন ( ইদ্রিস মাষ্টার) মদন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ নূরুল হক রনু, এনামূল হক আনার,মোঃ মুখলেছুর রহমান ভূইয়া, মোঃ মজিবর রহমান, শামসুল আলম গনি, সাবেক কাউন্সিল মোঃ সানোয়ারুল হক সেকুল,পৌর ছাত্র দলের আহবায়ক মাহমুদ রহমান মিটু, সাবেক উপজেলার প্রধান শিক্ষক সমিতির সভাপতি, মোঃ ইসমাফিল হোসেন, ছাত্র আন্দোলন নেতা, ফয়সাল মিয়া, মোঃ মান্নান মিয়া।
মোঃ শহিদুল ইসলাম বকুল, সৈয়দ আব্দুল গণি গোলাপ, প্রেসক্লাব সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল, আলী আজগর পনি প্রমূখ।
সমন্বয় কমিটির সদস্য আব্দুল আহাদ বলেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের নিয়ে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগণ সেবা করতে চাই,আপনারা আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করলে,আমি পৌর প্রশাসনকে নিয়ে কাজ করে যাব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন