মদ খেয়ে সৈকতে মাতলামি করছে বহু পাখি
ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে বহু সিগালকে বমি করতে ও সোজা পথে হাঁটতে গিয়ে টলতে দেখা গেছে। ফলে পশুপাখি নিয়ে কাজ করেন তারা ধারণা করছে, পাখিগুলো হয়তো কোথাও থেকে মদ খেয়েছে।
পশুদের সুরক্ষায় কাজ করা সংগঠন দ্য আরএসপিসিএ এ পাখিদের বিষয়ে বেশি কিছু টেলিফোন পেয়েছে। শেষে তারাও উপসংহারে পৌঁছেছে, আশপাশের মদ তৈরির কোনো কারখানার বর্জ্য থেকে হয়তো তারা মদ খেয়েছে।
ডেভন, ডরসেট এবং সমারসেটের সৈকতে বহু পাখিতে মরে পড়ে থাকতে দেখা গেছে আর অনেক পাখিকে গুরুতর অসুস্থ দেখা গেছে।
আরএসপিসিএ বলছে, অতিরিক্ত মদ্যপানে মানুষের যা হয় এ পাখিগুলোর ক্ষেত্রেও তাই হয়েছে। পাখিগুলোকে দেখে মনে হচ্ছে, সব কিছু বুঝতে তাদের কষ্ট হচ্ছে আর সোজা হয়ে থাকতে সমস্যা তো হচ্ছেই।
আরএসপিসিএ-এর এক কর্মকর্তা বলছেন, প্রথমে মনে হয়েছিল পাখিগুলো হয়তো ব্যাকটেরিয়াজনিত কোনো রোগে আক্রান্ত। পরে দেখা গেল বমি করার পর পাখিগুলো সুস্থ হয়ে উঠছে।
বেশিরভাগ পাখি এখন সুস্থ বলে জানিয়েছেন তিনি।
সূত্র : ইন্ডেপেন্ডেন্ট
DRUNK seagulls causing concern in southern UK
The Royal Society for the Prevention of Cruelty to Animals (RSPCA) has released footage of what they claim is a drunk seagull in Taunton, UK!Courtesy: RSPCA
Posted by RT Play on Tuesday, July 10, 2018
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন