মধু খেতে আসা নেতাদের সুযোগ দেওয়া যাবে না – নয়ন

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, দলের নিয়ম-শৃঙ্খলা যারা মানে না, নেতার কথা মানে না- এই ধরনের কর্মী দিয়ে কিছু হবে না। তারা দলের কর্মী নয়।

আগে নিজেকে সংস্কার করতে হবে। নিজে নিয়ম মানতে হবে এবং দলের নির্দেশনা মানতে হবে। আপনারা ১৭ বছর কষ্ট করেছেন, সতর্ক থাকবেন। এমন কাউকে সুযোগ দেবেন না, যারা এখন মধু খেতে এসেছে। তারা কিন্তু আপনার বিপদে পাশে থাকবে না।

মঙ্গলবার বিকেলে মির্জা রুহুল আমিন মিলায়তনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‍‍`বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধার, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনা ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৭ বছর জাতীয়তাবাদী আদর্শের শক্তি ঐক্যবদ্ধ ছিল।

৫ আগস্ট ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছি। কিন্তু আমরা এখনও সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে সরকার প্রতিষ্ঠিত করা। ব্যালটের মাধ্যমে মানুষ ভোট দিবে, যাকে খুশি তাকে দিবে। সেই ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করা।‍‍

তিনি আরও বলেন, ‍‍আমরা আশা করছি অন্তবর্তীকালীন সরকার যে সংস্কারটুকু প্রয়োজন, যত দ্রুত সম্ভব সে সংস্কারটুকু করে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তাহলেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।‍‍

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে যৌথ কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান
,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ্ চৌধুরী আবুনুর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরু, সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের সভাপতি কায়েসসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।