মধ্যবর্তী নির্বাচন, স্বস্তি ও হতাশা দুটোই আছে বাইডেনের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড়সড় ধাক্কাই খেয়েছে ডেমোক্রেট পার্টি। তারা এখন রিপাবলিকানদের কাছে প্রতিনিধি পরিষদ হারানোর পথে। সিনেটেও কঠিন লড়াই চলছে। এছাড়া একাধিক প্রদেশের গভর্নর নির্বাচনেও হেরেছে ডেমোক্রেটরা।

নির্বাচনে এমন ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এ নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে। তবে ডেমোক্রেটদের জন্য এটা ছিল কঠিন একটি রাত। এ থেকে নির্বাচনের ফলাফল নিয়ে তার আশাভঙ্গের আঁচ পাওয়া যায়।

তবে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বস্তির কথাও জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল যে দেশজুড়ে রিপাবলিকানদের ‘লাল ঢেউ’ বয়ে যাবে। তবে তেমনটা কিন্তু হয়নি।

এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে রিপাবলিকানদের থেকে খুব বেশি পিছিয়ে নেই ডেমোক্রেটরা। যদিও নির্বাচনের আগে নিজেদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন বাইডেন।
সেই আশাভঙ্গের কথা জানিয়ে বাইডেন বলেন, নির্বাচনে যেকোন আসন হারানোই দুঃখজনক। এবারের ভোটে আমাদের দলের অনেক ভালো ভালো প্রার্থী জয় পাননি। ডেমোক্রেটদের জন্য এটা কঠিন একটি রাত। তবে আমি পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট।

এবারের মধ্যবর্তী নির্বাচন গণতন্ত্রের জন্য সুখকর। সাম্প্রতিক বছরগুলোয় গণতন্ত্র বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের মানুষ গণতন্ত্রের পক্ষে ছিল। এটা গণতন্ত্রের জন্য একটি শুভদিন।