মধ্যরাতে দুর্বৃত্তদের আকস্মিক হামলার শিকার ইবির নয় শিক্ষার্থী
মধ্যরাতে দুর্বৃত্তদের আকস্মিক হামলার শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নয় শিক্ষার্থী। ভুক্তভোগীরা সবাই শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার (১৩ জানুয়ারি) রাত ১ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিবেণী এলাকায় এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ২ জন গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হলেও হয়েছেন। পরে খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এদিন দুপুরে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন তারা।
অভিযোগে ভুক্তভোগীরা জানান, এদিন রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ত্রিবেনী থেকে মিষ্টি খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে হামলার শিকার হন তারা। এ সময় দেশি অস্ত্র হাতে তিনটি মোটরসাইকেল নিয়ে তাদের ওপর হামলা করা হয়। পরে তারা পালিয়ে ওই এলাকার একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানেও তাদের ওপর হামলা করা হয়।
এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইল নিয়ে যায়। হামলাকারীদের একজনের নাম সুমন বলে স্থানীয়দের কাছে জানতে পারেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে খবর পৌঁছানোর পরে তাদের গিয়ে নিয়ে আসেন অন্য শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আমরা ঘটনা জানার মুহূর্তেই অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করি। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা যদি কোনো আইনানুগ ব্যবস্থা নিতে চায়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পূর্ণ সহযোগিতা করবে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ঘটনা শোনার পর থানায় অবহিত করেছি এবং ওই জায়গায়কে বা কারা জড়িত চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা বাড়াতে বলেছি। ইবি থানা ইতোমধ্যে জায়গাটা নজরদারিতে রাখছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন