মধ্যরাতে পেছনের ফটক দিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়লেন বেরোবি উপাচার্য
এইচ. এম নূর আলম, বেরোবি প্রতিনিধি : নানা নাটকীয়তার মধ্য দিয়ে মধ্যরাতে পেছনের গেট দিয়ে বাসভবন ছাড়লেন উপাচার্য ড. একে এম নূর-উন-নবী। শনিবার রাত ১২ টা ২৮ মিনিটে একপ্রকার লুকোচুরি খেলার মধ্য দিয়ে তিনি তাঁর বাসভবনের পেছনের গেট দিয়ে বের হয়ে যান।
সাংবাদিকদের ছবি তোলার ভয়ে তাঁর বাসভবনের পেছনের গেট দিয়ে হাইস কমিউটার নামের কালো জীপের একটি গাড়িতে চড়ে পেছনের ফটক দিয়ে বের হয়ে যান তিনি।তাঁর এই নাটকীয়তায় ক্ষুব্ধ বিভিন্ন চ্যানেল ও পত্রিকার সংবাদকর্মীসহ তাঁর নিরাপত্তায় বিশেষ বাহিনীও।
এর আগে রাত ১২ টায় বিশ্ববিদ্যালয় ছাড়ার ব্যাপারে তিনটি ফাইলে স্বাক্ষর করেন উপাচার্য ড. একে এম নূর-উন-নবী।
গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে না যেয়ে পেছনের ফটক দিয়ে বের হয়ে যাওয়াটা ভীরু-কাপুরুষতার লক্ষণ বলেও মনে করেন অনেকেই।বের হওয়ার সময় কাউকে কাঁদতে দেখা যায়নি তাঁর জন্য।
উল্লেখ্য যে, বুধবার দিন ও মধ্যরাতভর ছাত্রলীগ কর্মীদের দ্বারা অবরুদ্ধ থেকে রাত পৌনে একটায় অবমুক্ত হয়ে তিনি তাঁর বাসভবনে প্রবেশ করেন। এরপর বৃহস্পতিবার তাঁর বাসভবনেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফাইল স্বাক্ষর করেন। এরপর আজ নানা নাটকীয়তার মধ্য দিয়ে তাঁর চার বছর পূর্ণ কিরে বিশ্ববিদ্যালয় ছাড়েন এই উপাচার্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন