মধ্যরাতে বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মধ্যরাতে বগুড়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনা চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪০ জন। শনিবার গভীর রাতে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে এনা পরিবহনের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়।
প্রায় একই সময় উপজেলার ধুনট মোড়ে ঢাকাগামী এস আর পরিবহনের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আরও দুইজন নিহত হয়। দুই ঘটনায় ৪০ জনের মতো আহত হয়।
আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন