মনিরামপুরের খড়িঞ্চীতে দিনব্যাপী ফ্র্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
যশোরের মনিরামপুর উপজেলার খড়িঞ্চীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে, প্রতিষ্ঠাতা সভাপতি ও এলাকার কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলামের নিজ উদ্যোগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার খড়িঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল ইসলাম এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। খুলনা গাজী মেডিকেল কলেজের প্রভাষক ও মেডিকেল অফিসার ডা. তন্ময় দাস ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরাফাত খন্দকার বিভিন্ন বয়সের ২শ’ ৪০জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং আর এস এল ইথিক্যাল ড্রাগন লিমিটেডের সৌজন্যে শহিদুল ইসলাম রোগীদেরকে ওষুধ প্রদান করেন।
এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। মনিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম এসময় বলেন- মানবেতর সেবাই কাজ করে যাচ্ছি। আমাদের মানবিক কাজে যে কেউ যুক্ত হতে পারেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন