মনিরামপুরে শিশুর আত্মহত্যা!
যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নে রাশিদুল ইসলাম (১১) নামের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২৯ জুলাই) বিকালে হরিহরনগর ইউনিয়নের শৈলী গ্রামে এঘটনা ঘটে।
মৃত রাশিদুল ওই গ্রামের দরিদ্র ভ্যানচালক আফসার হোসেনের ছেলে।
মৃতের পিতা আফসার আলী জানান- রাশিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলো। সোমবার বাড়িতে কেউ না থাকায় রাশিদুল নিজ ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরে জানতে পেরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে ডাক্তার বিচিত্র মল্লিক পরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন