মনের মাঝে তুমি নাটক এক কোটি ভিউ অতিক্রম

আরটিভি ড্রামা নির্মিত একক নাটক মনের মাঝে তুমি ইউটিউবে এক কোটি ভিউ অতিক্রম করেছে। নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আলোচনায় ছিল। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীর সমন্বয়ে নাটকটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।

নাটকটির পরিচালনায় ছিলেন রুবেল আনুশ। তিনি বলেন, দর্শকদের আস্থা এবং বাস্তবধর্মী উপস্থাপনা এই সাফল্যের মূল চালিকা শক্তি। তাঁর ভাষায়, মানুষের জীবনের সাধারণ অনুভূতি, সম্পর্ক এবং কথাবার্তা তুলে ধরতে তিনি আগ্রহী এবং এই নাটকেও সেই ধারাই বজায় রাখা হয়েছে।

মুশফিক আর ফারহান ও ফারিন খান নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। স্বাভাবিক ও সংযত অভিনয়ে তাঁরা দর্শকের কাছে গল্পকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। সহশিল্পীরাও চরিত্রের প্রয়োজন অনুযায়ী উপস্থিতি বজায় রাখেন এবং গল্পের গতি ধরে রাখতে সহায়তা করেন।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম। দৈনন্দিন জীবনের কথাবার্তা ও সম্পর্কের টানাপোড়েন নাটকের সংলাপে প্রতিফলিত হয়েছে। দর্শক মন্তব্যে দেখা যায়, সম্পর্কের নরম আবেগ এবং সামাজিক বাস্তবতা নাটকটিকে গ্রহণযোগ্য করেছে।

ডিজিটাল প্ল্যাটফর্মে একক নাটকের মধ্যে এক কোটি ভিউ অর্জনকে আরটিভি এবং নির্মাতা দল ইতিবাচক সাফল্য হিসেবে দেখছে। তারা জানায়, এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও মানসম্মত কনটেন্ট উপহার দেওয়া হবে।