মন্তব্যে বার্নিকাটকে সতর্ক হতে বললেন ওবায়দুল কাদের
বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো বিষয়ে মন্তব্য করার সময় যুক্তরাষ্ট্রকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কলাকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা চার লেন এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এ পরামর্শ দেন।
গতকাল বৃহস্পতিবার গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এই দুই সিটি নির্বাচনে ভোটের অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন কেমন হবে, তার ইঙ্গিত বহন করে সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচন। বাংলাদেশ সরকার সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। প্রত্যাশা করছি, সরকার সেই অঙ্গীকার রাখবে।’
এই মন্তব্যের কারণেই বার্নিকাটকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘উভয় দেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন মন্তব্য করা থেকে আপনি (বার্নিকাট) সতর্কতা অবলম্বন করবেন। তাহলে বিদ্যমান বন্ধুত্বের সম্পর্ক ঠিক থাকবে।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দলের এক নেতার নেতৃত্বে গাজীপুরের নির্বাচন বানচালে যে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল, সেটা নিয়ে কি আপনার কোনো উদ্বেগ নেই?’
এ সময় মন্ত্রী জানান, চলতি বছরের অক্টোবরে ঢাকা-ভাঙ্গা চার লেন সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেতুর ৫৬ শতাংশ কাজ শেষ হয়েছে। শুক্রবার ৪১ ও ৪২ নং পিলারের ওপর পঞ্চম স্প্যান বসবে। আবহাওয়া ভাল থাকলে বিকেল তিনটার মধ্যে স্প্যানটি বসানো সম্ভব হবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর ইএমসি ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কাজের ডিজি, পিডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন