মন্ত্রীর ছেলের বিয়ের কারণে পিছিয়ে গেল দূর্গাপুজা!

হিন্দুদের জন্য দূর্গাপুজা হচ্ছে প্রধান উৎসব। কিন্তু মন্ত্রীর ছেলের বিয়ের কারণে পিছিয়ে গেল দূর্গাপুজোর অনুষ্ঠান সূচি।

পঞ্জিকা অনুসারে চলতি বছরে দূর্গাপুজার সপ্তমী সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ। সেই অনুসারে ৩০ তারিখ দশমী হয়ে শেষ হওয়ার কথা দূর্গাপুজার অনুষ্ঠান। কিন্তু এই বছরে অক্টোবর মাসের ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দূর্গাপুজার উৎসবে সামিল হবেন জোহানেসবার্গের প্রবাসী ভারতীয়রা।

কারণ স্থানীয় উৎসব স্থলে হবে মন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠান। প্রবাসী হওয়ায় সেটাই মেনে নিতে হয়েছে তাদের। বিদেশে দূর্গাপুজা করতে গিয়ে প্রবাসীদের সমস্যার কথা নতুন কিছু নয়। মার্কিন ভূখণ্ডে সপ্তাহান্তে দূর্গাপুজা করেন প্রবাসী ভারতীয়রা।

যদিও ওই দেশে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনেই দূর্গাপুজা করে থাকে। কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় নিজস্ব অনুষ্ঠান পালনের ক্ষেত্রে। দক্ষিণ আফ্রিকার রাজধানী শহরে প্রতি বছর দূর্গাপুজাসহ নানাবিধ ভারতীয় উৎসব পালন করে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকা।

নিয়ম মেনে প্রতি বছরে জোহানেসবার্গের মার্লবরো কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠান। জিনিয়া ড্রাইভের দূর্গাপুজার অনুষ্ঠানে সামিল হন সহস্রাধিক ভারতীয়। পঞ্জিকা মেনেই ওই দেশে পালিত হয় দুর্গাপুজোর অনুষ্ঠান।

কিন্তু, এই বছরে পুজার সময়ে মার্লবরো কমিউনিটি হল বুক হয়ে গিয়েছে মন্ত্রীর ছেলের বিয়ের জন্য। সেই কারণে পিছিয়ে গিয়েছে দূর্গাপুজার নির্ঘণ্ট। যদিও এতে কোনও আক্ষেপ নেই উদ্যোক্তাদের। যখনই হোক আর যেখানেই হোক দূর্গাপুজা হলেই হল। তাঁদের মূল লক্ষ্য সুস্থ ও সুন্দরভাবে আনন্দ উপভোগ করা। –কলকাতা২৪