মমতাজের গানে নৌকার মাঝি পলক (ভিডিও)

‘আমরা নৌকা চালাইরে চলনবিল দিয়া। বঙ্গবন্ধুর নৌকার মাঝি পলক ভাইরে নিয়া’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে এমন কথা শোনা গেল ফোকশিল্পী মমতাজের কণ্ঠে।

তবে সে কথায় রয়েছে সুর। মূলত পলকের জন্য গান গাইলেন শিল্পী মমতাজ।

পলকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গানটি গেয়েছেন তিনি।

গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল। গানটির জন্য নির্মিত হয়েছে ২ মিনিট ৫৬ সেকেন্ডের একটি ভিডিও।

ইতিমধ্যে তা প্রকাশ হয়ে। ভিডিওতে নাটোর ৩ আসনের উন্নয়নের নানা কথা তুলে ধরা হয়েছে।

এসব উন্নয়ন চিত্রের মধ্যে সুরে সুরে যেসব কথা উচ্চারিত হয়েছে শিল্পী মমতাজের কণ্ঠে – ‘ও কৃষক ভাই ও শ্রমিক ভাই, শোনো শোনো… কেটেছে আঁধার, বুকে সিংড়ার, আলো ঝিলমিল/হাসতে আবার, উন্নয়নের জোয়ারে, নৌকায় ভোট দিন/ হো আমরা নৌকা চালাইরে, চলনবিল দিয়া/ বঙ্গবন্ধুর নৌকার মাঝি পলক ভাইরে নিয়া।’

গান শেষে পলক সবার উদ্দেশ্যে বলেন, ‘আমি চলনবিলের সন্তান। আমার মার্কা নৌকা।’

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন জুনাইদ আহমেদ পলক।

আর মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

গানটি দেখুন-