ময়মনসিংহের ইশ্বরগঞ্জের তৃনমূল আওয়ামীলীগের জননেতা সাবেক এমপি আবদুছ ছাত্তার

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা তৃনমূলের সমর্থন পাওয়ার লক্ষে প্রচারনা চালিয়ে যাচ্ছে।খবর নিয়ে জানাযায় ১৫৩ ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনটি গুরুত্বপূর্ণ।

স্বাধীনতা পরবর্তি সময়ের পর ১৯৯৬ ইং সালে আজকের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ লাঙ্গল প্রতীক নিয়ে এ আসনটিতে আওয়ামীলীগের মনেনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেয়।

জনশ্রুতি রয়েছে উন্নয়নের রুপকার হিসেবে যিনি পরিচিত ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার এর সাথে প্রতিদ্বন্দিতা করে লাঙ্গল প্রতীকে বেগম রওশন এরশাদ এমপি।

বেগম রওশন এরশাদ সে সময়ে দুটি আসন ১টি ময়মনসিংহ সদর-৪, অপরটি ঈশ্বরগঞ্জ-৮ আসনে লাঙ্গল নিয়ে নির্বাচন করে। বেগম রওশন এরশাদকে পরাজিত করে, ১৯৯৬ ইং সালে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে জননেতা আবদুছ ছাত্তার নৌকা প্রতীকে বিজয়ী হন।

এমপি হয়ে আবদুছ ছাত্তার এলাকায় বিগত সময়ে ব্যাপক উন্নয়ন করেছেন।খবর নিয়ে জানাযায় স্কুল কলেজ,মসজিদ-মাদরাসা,খানকা শরীফ,মাজার শরীফ এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান সহ রাস্তা-ঘাট,ব্রীজ- কাল-ব্রাট,শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মান করে দৃষ্টান্ত স্থাপন করেন।

যার ফলশ্রুতিতে উপজেলাবাসী ব্যাপক জনসমর্থন দিয়ে দু’রার আওয়ামীলীগের এমপি নির্বাচিত করেছিলেন।অতীব পরিতাপের ব্যাপার যে, আওয়ামীলীগের জোটগত কারনে এ আসনটি জাতীয় পার্টির কাছে ছেড়ে দিতে হয়।নির্বাচন আসলেই অনেক লোক নেতা বনে যায়।

আর বছরের পর বছর জনগণের বিপদে খবর রাখেনা। অনেকেই সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত থাকে।সম্প্রতি জন সম্মুখে দেখা যায় মনোনয়ন প্রত্যাশীদের।

অপ্রিয় হলেও সত্য যে আওয়ামীলীগের এক নেতা প্রতিনিধিকে বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি’র তৃনমুলে জনপ্রিয়তায় রয়েছে সবার উর্ধে।

আওয়ামীলীগের এক নেতা বলেন জননেতা আবদুছ ছাত্তার সাবেক এমপি কে নৌকার মনোনয়ন দিলে ব্যাপক সমর্থন দিয়ে নৌকা প্রতীকে বিজয়ী করবো। এব্যাপারে সাবেক এমপি আবদুছ ছাত্তার জানান, বঙ্গবন্ধুর আদর্শে আমি রাজনীতি করি।রাজনীতি করতে গিয়ে আওয়ামীলীগের জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি।

সেটা হয়তো আওয়ামীলীগের নেতৃবৃন্দের জানা রয়েছে। আমি সকলের সহযোগীতা কামনা করছি।