ময়মনসিংহের ঈশ্বরগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং ঈশ্বরগঞ্জের গৌরব ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি বলেন ১৪৪৫ হিজরী সনের পবিত্র ঈদুল আযহার সম্মানার্থে ঈশ্বরগঞ্জ উপজেলাবাসী’কে জানাই পবিত্র ঈদ মুবারক।

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা গণমানুষের নেতা, আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি’র সুযোগ্য কন্যা ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি।তিনি পিতার আদর্শের মতোই এলাকার জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করছে।

এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার সর্বস্থরের জনগণ সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়েছেন।ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি আরো বলেন পবিত্র ঈদুল আযহার ঈদ বয়ে আনুক সকলের মাঝে সুখ-আনন্দ ও শান্তি।আমি সকলের সহযোগিতা ও দোয়া চাই।