ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডায়াগনোস্টিক সেন্টারে জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জনস্বার্থে অনুমোদন বিহীন ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিক তদারকি করতে গিয়ে জরিমানা করেন।

সোমবার (৪ আগষ্ট) ইউএনও সানজিদা রহমান তদারকির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে দুপুরে উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার পরিদর্শন করেন।

এসময় অনিয়মের অভিযোগ ও প্রয়োজনীয় কাগজ পত্রাদি সঠিক না থাকায় দুইটি ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে জরিমানা করা হয়। এমন কার্যক্রম পরিচালনা করায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান কে ধন্যবাদ জানায় উপজেলাবাসী। এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাশে ছিলেন।