ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীদের হয়রানি করায় গাড়ী চালককে জরিমানা
ঈশ্বরগঞ্জে গাড়ীতে ভাড়ার তালিকা না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে রবিবার বিকালে ড্রাইবারকে জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি)মাহবুবুর রহমান।উল্লেখ্য যে ঈদ আসার শুরু ও শেষে যাত্রীদের হয়রানি বেরে যায়।
গাড়ীতে যাত্রীদের উঠানো-অতিরিক্ত ভাড়া আদায় করে সাধারন মানুষকে প্রতিদিনই হয়রানি করছে।এ সময় তিনজন গাড়ী চালককে জরিমানা করা হয়।এছাড়াও যাত্রীদের অতিরিক্ত ভাড়া নেওয়ায়, টাকা ফেরতের ব্যবস্থা করেদেন মাহবুবুর রহমান।
এসিল্যান্ড মাহবুবুর রহমান বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।এসময় উপস্থিত লোকজন প্রতিনিধিকে বলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান তিনি একজন দক্ষ-কর্মট।
তার দক্ষতায় এ উপজেলায় অনেক অসহায় মানুষের উপকার হচ্ছে।তার নিকট যেকোন পেশার লোকজন খোলামেলা কথা বলতে পারে। সাধ্যমত অসহায়দের তিনি সহায়তা করে।আমরা মাহবুবুর রহমানের উন্নতি সফলতা কামনা করছি।এসময় নিরাপত্তায় নিয়োজিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন