ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের বিশাল মিছিল
সারাদেশে বি.এন.পি’র ডাকা গণবিরোধী হরতালের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ-সকল সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরে রবিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
ঈশ্বরগঞ্জে হরতালকে উপেক্ষা করে সকল দোকান খোলা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছ।উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ আবদুছ ছাত্তার প্রতিনিধিকে বলেন দেশ বিরোধী হরতালের তীব্র-নিন্দা প্রতিবাদ জানাই।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ (হারুন), দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান জুয়েল, দেলোয়ার জাহান মামুন, পৌর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিলে অংশ নেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন