ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৌকার মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছাত্তার
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার সুযোগ্য কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে দেশকে উন্নয়নশীল করছে।
আসছে ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।সেই নির্বাচনে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মুল্যায়নের দাবি তৃনমুল আওয়ামী লীগের লোকজনের।আবদুছ ছাত্তার আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন পাওয়ায় তার লোকজন রবিবার ঈশ্বরগঞ্জ পৌর শহর এমনকি উপজেলার বিভিন্ন বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করে।মিছিলে ঈশ্বরগঞ্জের মাটি আবদুছ ছাত্তারের ঘাটি বলে স্লোগানে মুখরিত করে তুলে।
আরো জানা যায়, বিগত সময়ে বিএনপি-ধর্মব্যবসায়ী মওদুদীবাদী জমায়াত জোটের প্রত্যক্ষ মদদে ২০০৪ ইং সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ করে ঢাকা সহ সারাদেশে তীব্র নিন্দা জানায় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতবৃন্দ।সে সময়ে রাজধানী ঢাকার রাসেল স্কয়ারে এক প্রতিবাদ সমাবেশে করে। সাবেক মন্ত্রী নাসিম,মতিয়া চৌধুরী,সহ অংসখ্য মুজিব আদর্শের সৈনিকদের উপর হামলা হয়। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, গণমানুষের প্রিয়নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার,সে ঢাকার রাজপথে কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দের সাথে প্রতিবাদ করতে সামিল হয়। চোখে আঘাত প্রাপ্ত অবস্থায় সেদিন রাজপথে ছিলেন প্রথম সারিতে ঈশ্বরগঞ্জ গণমানুষের প্রিয় নেতা আবদুছ ছাত্তার ।সে সময়ের ছবিটিই প্রমান করে তিনি একজন রাজপথের আওয়ামী লীগের ত্যাগী নেতা।
আবদুছ ছাত্তার বলেন, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি।আমার বিশ্বাস বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মুল্যায়ন করে নৌকার মনোনয়ন দিয়েছেন। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই। আমি সকলের সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য যে, ১৫৩ ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনে কেন্দ্র ৯২ টি,মহিলা ১৫৬৮৫৬ জন,পুরুষ ১৬৫০৬৮ জন।সর্বমোট ভোটার সংখ্যা ৩২১৯২৪ জন রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন