ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নতুন কারিকুলামে শিক্ষকদের সুন্দর ভাবে প্রশিক্ষণ নেয়ার আহবান ইউএনও ছাব্বির আহমেদ
সারাদেশে মাধ্যমিক পর্যায়ে”নতুন শিক্ষাক্রম বিস্তরন”শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্টিত হচ্ছে।এরই অংশ হিসেবে২১-শে ডিসেম্বর(বৃহস্পতিবার)উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহেম্মদ আকুঞ্জি,বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষনার্থী সম্মানিত শিক্ষকদের দেখতে যান।ইউএনও ছাব্বির আহমেদ শিক্ষকদের সহিত কুশল বিনিময় করেন।
তিনি নতুন কারিকুলাম বিস্তরনে শিক্ষকদের সুন্দর ভাবে প্রশিক্ষণ নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠ দান করার আহবান করেন।ইউএনও আরো বলেন শিক্ষার্থীদের সুবিদার্থে বহুতল ভবন নির্মাণ করে সরকার শিক্ষাকাতে ব্যাপক উন্নতি করছে।এছাড়াও মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন। প্রশিক্ষণে শিক্ষকদের দেখতে আসায় ইউএনও ছাব্বির আহামেদ আকুঞ্জিকে শিক্ষকগণ অত্যন্ত আনন্দিত হয়ে ধন্যবাদ জানায়। এ প্রশিক্ষণে ৫৯৭ জন শিক্ষক অংশ গ্রহণ করে। ২২-জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ দিচ্ছে।১৭-ই ডিসেম্বর হতে, সাত দিনব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ চলমান রয়েছে।
স্থানঃবিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।সহযোগীতায় গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকার(শিক্ষা মন্ত্রনালয়ের)সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ।আয়োজনে:উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।এসময় বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামাল,একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান সহ আরো অনেকেই ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন