ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত শেফালী হামিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ জনসমর্থন পেয়ে নব-নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান হলেন দ্বিতীয়বারের মতো(হাস প্রতীকে) মোছাঃ শেফালী হামিদ।

২৯-শে মে, উপজেলার আপামর জনগণ ব্যাপক জনসমর্থন (৪৯৭৪৭)ভোট দিয়ে ঈশ্বরগঞ্জবাসী শেফালী হামিদ কে (হাঁস প্রতীকে) মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করেন।বিগত সময়েও তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ব মুহুর্তে তার হাস প্রতীকের ব্যাপক গণ জোয়ার ছিল আলোচনায় সবার মাঝে। এব্যাপারে নব-নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী হামিদ প্রতিনিধিকে বলেন যারা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে আমাকে বিজয়ী করেছেন তাদেরকে সহ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ।আমি সকলের নিকট দোয়া চাই।

আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। অপরদিকে নুশরাত আরা প্রিয়া (৩৯৯৩০) ভোট পেয়ে (ফুল প্রতীকে) দ্বিতীয় হন।