ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্টা বার্ষিকীতে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও সড়কে আনন্দ শেভাযাত্রাঅনুষ্টিত হয়। বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং ঈশ্বরগঞ্জের গর্ব ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি প্রতিনিধিকে বলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্টা বার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসিন হয়ে দেশকে উন্নত করছে।২৩-শে জুন রবিবার অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ রফিকুল ইসলাম বুলবুল।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ নেতৃত্বদেন।প্রধান আলোচক হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সম্মানিত সদস্য মোঃ বদরুল আলম প্রদীপ।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভিপি রফিকুল ইসলাম (রফিক),যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ(হারুন),দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম,কোষাধক্ষ-মতিউর রহমান মতি,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহবুব সহ আরো অনেকেই ছিলেন।অপরদিকে ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান (হাবিব) এর উদ্দোগে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়।