ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে সারাদেশের ন্যায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্টান(স্কুল,কলেজ মাদরাসা) জাতীয়করণ এমনকি জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে বিশাল মানববন্ধন ও স্বারক লিপি দেয়া হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর স্বারক লিপি যথাযত কতৃপক্ষের মাধ্যমে প্রেরণ করেন।

অনুষ্টানে শিক্ষকদের দাবির প্রতি সম্মতি জানিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ (উত্তর)জেলা বিএনপির সম্মানিত সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শাহ নুরুল কবির(শাহীন) সাবেক এমপি।অনুষ্টানে নেতৃত্বদেন ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ ফারুক।

এসময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপির নেতা মোঃ আমিনুল ইসলাম ভুইয়া(মনি), রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মোঃ উমর ফারুক আকন্দ,মুহাম্মদ আবদুল মোনায়েম,আশরাফুস সুলতান সহ আরো অনেকে শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।