ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈরাটী গোরস্থান মাদরাসায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের জামিয়া ইসলামিয়া বৈরাটী গোরস্থান মাদরাসার বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। (২-জানুয়ারী) বৃহস্পতিবার বিকাল থেকে ধর্মীয় বক্তারা আলোচনা-ওয়াজ শুরু করে সারারাত ব্যাপী মাহফিল চলে।

ফজরের নামাজ শেষে বিশেষ দোয়া করা হয়। এলাকাবাসী সামাজিক, রাজনৈতিক ব্যবসায়িক লোকদের সহযোগিতায় মাদরাসাটি দিনের পর দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।মাদরাসাটি প্রতিষ্টা করেন বৈরাটী গ্রামের আলহাজ মুহাম্মদ ছফির উদ্দিন।উল্লেখ্য যে জামিয়া ইসলামিয়া বৈরাটী গোরস্থান মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হলেন-ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক,প্রকৌশলী আলহাজ্ব লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

সাধারণ সম্পাদক হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বিএনপি’র নেতা মোঃ আমিরুল ইসলাম ভূ্ইয়া মনি।কমিটির লোকজন মাদরাসাটির উন্নতির লক্ষে কাজ করবে বলে এলাকার লোকজন আশাবাদী।