ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায়দের মাঝে ইউএনও এরশাদুল আহমেদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ উনার উদ্যোগে সুলভ মূল্যের হাট থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিস খাদ্য সামগ্রী বিক্রয় হচ্ছে উপজেলা পরিষদ চত্তরে। ইউএনও এরশাদুল আহমেদ মঙ্গলবার (৪ মার্চ) সুলভ মূল্যের বাজার তদারকি করতে প্রতিটি দোকানে গিয়ে খোজ খবর নেন।

ইউএনও’র এমন উদ্দোগকে স্থানীয় লোকজন অত্যন্ত খুশি। তিনি বলেন যেহেতু এখানে বাজারের চেয়েও কম দামে সামগ্রী কেনা যায়, সেহেতু এখান থেকেই আপনারা ক্রয় করবেন। আপনারা দেখবেন বাজারের জিনিসের দাম এমনিতেই অনেক কমে যাবে।

সামগ্রীর মাঝে খেজুর, ছোলা, ডাল, মাছ, ডিম, চিনি, মুড়ি, পেয়াজ, রসুন, লবন, তৈল, মসল্লা, দুধ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। এরশাদুল আহমেদ আরো বলেন এই সুলভ মূল্যের বাজার মাহে রমজান শরীফের সম্মানার্থে সবার জন্য উন্মুক্ত থাকবে।এসময় ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ মাহে রমজান শরীফের সম্মানার্থে অসহায় গরীবদের মাঝে ইফতার ও খাবার সামগ্রী তুলেদেন।মঙ্গলবার উপজেলাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজে সরকারী গাড়ীতে খাবার সামগ্রী নিয়ে চড়ে বেড়ায়।

রাস্তায় অসহায় লোক দেখতে পেয়ে তাদের হাতে পন্য সামগ্রী তুলেদেন। এনিয়ে প্রশংসিত ইউএনও এরশাদুল আহমেদ। এব্যাপারে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি প্রতিনিধিকে বলেন ইউএনও এরশাদুল আহমেদ একজন ন্যায়পরায়ন দক্ষ-কর্মট সত্যবাদী অফিসার। তার কাছে যেকোন পেশার লোকজন গিয়ে খোলামেলা কথা বলতে পারেন।

এছাড়াও সাধ্যমত সমাধান করার চেষ্টা করে থাকেন। তিনি কোন দূর্ণীতিকে আশ্রয় দেননি। অতি অল্প-সময়ের মধ্যে ইউএনও’র সততা-দক্ষতা সারা ঈশ্বরগঞ্জের গ্রামে চড়িয়েছে। এব্যাপারে ইউএনও এরশাদুল আহমেদ বলেন সরকারের অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করার চেষ্টা করছি। সবার সহযোগিতায় সু্ন্দর ঈশ্বরগঞ্জ গড়তে চাই।