ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায়দের আস্থা-ভরসা ইউএনও এরশাদুল আহমেদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ মাহে রমজান শরীফের সম্মানার্থে গরীব-অসহায় মানুষের মাঝে প্রতিদিনই ইফতার সামগ্রী পৌছেদেন। অসহায়-গরীব লোকজন শুক্রবার এরশাদুল আহমেদের কাছে গিয়ে অসহায়ত্যের কথা বলতে না বলতেই ইফতার সামগ্রী হাতে পেয়ে যান।
তাদের মধ্যে মাইজবাগ ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আলোচিত একজন হলেন মুহাম্মদ বিল্লাল হোসেন।ইউএনও’র কাছ থেকে সহজ সরল মনের বিল্লাল ইফতার সামগ্রী হাতে পেয়ে খুশিতে মুগ্ধ। বিল্লাল প্রতিনিধিকে বলেন আমি এলাকায় মানুষের কাছে শুনি ইউএনও স্যার অনেক ভালো মনের অফিসার, উনার মাঝে সততা রয়েছে।
আরো শুনেছি ইউএনও স্যারের কাছে সাহস করে গেলে অসহায় গরীব লোকজন সাহায্য পায়।তাই আমি স্যারের কাছ গিয়ে ইফতারের জিনিষ পাইয়া অনেক খুশি।তিনি যেন অনেক বড় অফিসার হয় সেই দোয়া করি রমজান মাসে। অপরদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে” সুলভ মূল্যের হাট”নামে দোকান চালু করেন মানব সেবাদানকারী ইউএনও এরশাদুল আহমেদ।
এব্যাপারে ইউএনও বলেন মাহে রমজান মাস হলো রহমত, মাগফিরাত, নাজাত লাভের এক বিশেষ নিয়ামত।সাধারন লোকজন কমদামে ইফতার ও খাদ্য সামগ্রী কিনতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।সকলের সহযোগীতা ও দোয়া চাই।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন