ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রশাসনের ইফতার-দোয়া মাহফিল অনুষ্টিত


ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মাহে রমাদ্বান শরীফের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।সোমবার উপজেলা পরিষদ হল রুমে মাহফিলে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ এরশাদুল আহমেদ। ইউএনও অতি অল্প সময়ের মাঝে এ উপজেলায় যোগদানের পর থেকেই সরকারের অর্পিত দায়িত্ব নিষ্টার সহিত পালন করছে।
যা সারা উপজেলায় ইউএনও’র সততা-দক্ষতা ছড়িয়েছে। উনার আহবানে সকল স্তরের লোকজন জরো হয়ে থাকে।সেজন্য মাহে রমাদ্বান শরীফ মাস হলো রহমত, মাগফিরাত, নাজাত লাভের উসিলায় প্রায়ই এরকম ইফতার মাহফিলের আয়োজন করে থাকে ইউএনও এরশাদুল আহমেদ।
এসময় মেহমান হিসেবে ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট প্রকৌশলী,সমাজ সেবক আলহাজ্ব লুৎফুল্লাহেল মাজেদ বাবু উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রশাসনের লোকজন ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ইফতারের পূর্বমুহুর্তে দেশ-জাতি ও মুসলমানদের সন্তুষ্টি হাসিলের লক্ষে এরশাদুল আহমেদ বিশেষ দোয়া করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন