ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনও’র বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো,দেশ বিরোধী গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ও ঈশ্বরগঞ্জের ইউএনও এরশাদুল আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবিতে শুক্রবার জুময়ার নামাযের পর বিশাল মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ জনগণ।
সম্প্রতি ইউএনও এরশাদুল আহমেদকে বদলী করা হয় ঢাকায়। এসংবাদ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মানুষের কাছে পৌছামাত্রই আলোচনা আসে ইউএনও এরশাদুল আহমেদ। চা, স্টল দোকান, রেস্তোরা, বাজার এমনকি জন গুরুত্বপূর্ণ স্থান সমূহে।
সবার মাঝে একটাই কথা ঈশ্বরগঞ্জের ইউএনও এরশাদুল আহমেদ একজন কর্মট দক্ষ,সত্যবাদী উপজেলা নির্বাহী অফিসার।তার কাছে যেকোন পেশার সাধারন মানুষ যেয়ে খোলামেলা কথা বলতে পারতো।তিনি সবার কথা শুনে সাধ্যমত সমাধান চেষ্টা করেন।
জনশ্রুতি রয়েছে, অতি অল্প সময়ের মাঝে এরশাদুল আহমেদ সেবাদানে আলোচনায় স্থান করে নেয় ঈশ্বরগঞ্জবাসীর অন্তরে।উল্লেখ্য যে শুক্রবার জুময়া’র নামাজের পর থেকে উপজেলার সর্বস্তরের আপামর জনগণ উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে(ময়মনসিংহ-কিশোর গঞ্জ)মহাসড়কে জমায়েত হতে থাকে।
এক পর্যায়ে হাজার হাজার লোকজন ইউএনও এরশাদুল আহমেদের বদলী প্রত্যাহারের জোর দাবিতে মু্ক্তিযোদ্ধা চত্ত্বরে জমায়তে হয়।সেখানে অবস্থান করে বদলি প্রত্যাহারের দাবি তুলে স্লোগান দেয়। সেসময় মহাসড়কে ব্যাপক যানযটের সৃষ্টি হয়।এসময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্বদেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন