ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সারাদেশের ন্যায় ঈশ্বরগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক শিক্ষক দিবস উদযাপনে রেলি ও আলোচনা সভা করা হয়। ৫-অক্টোবর রবিবার অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।স্থানঃউপজেলা পরিষদ হল রুম।আয়োজন করে উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটি।

সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্টান পরিচালনা করেন ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ, পিতাম্বরপারা কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শোয়াইব, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাঃকামরুল আলম, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুল হান্নান, বিশ্বেশ্বরী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামাল।

শ্রীনগর দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা আবুল খায়ের বরকত উল্লাহ, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।