ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে এলডিপির২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি সমগ্র উপজেলাকে উৎসব মুখর পরিবেশে রবিবার উদযাপন করা হয়।
হাজারো জনতার উল্লাস ও স্লোগানে মুখরিত হয়ে এ কর্মসূচি এলডিপির গণতান্ত্রিক আদর্শ ও উন্নয়নের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল।
তিনি ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের এলডিপির মনোনীত প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য ড.বেলাল বলেন, এলডিপি জনগণের স্বপ্নের প্রতিনিধিত্ব করে, ঈশ্বরগঞ্জকে সমৃদ্ধ ও আধুনিক উপজেলায় রূপান্তরিত করা হবে।
এই ঐতিহাসিক মুহূর্ত জনগণের মধ্যে অসীম উদ্দীপনা সৃষ্টি করেছে। তিনি আরো বলেন আমাদের দৃঢ় অঙ্গীকার কর্মসংস্থান, স্থানীয় কারখানা স্থাপনের মাধ্যমে হাজারো চাকরির সুযোগ করা হবে।
বিদেশে কর্মসংস্থান:প্রতি ইউনিয়নে ৫০০০ জনকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে চাকরির সুযোগ ও রেমিট্যান্স বৃদ্ধি।শিক্ষার উন্নয়নে নতুন শিক্ষা প্রতিষ্ঠান ও ডিজিটাল লার্নিং প্রবর্তন করা হবে।স্বাস্থ্যসেবা আধুনিক হাসপাতাল ও সুলভ চিকিৎসা নিশ্চিত।
উদ্যোক্তা উন্নয়ন: ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর ব্যবসা।অবকাঠামো: রাস্তাঘাট,সেতু ও বিদ্যুৎ সরবরাহের উন্নতি ডিজিটাল রূপান্তর: আইটি হাব ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মক্ষেত্র।কৃষি উন্নয়ন: আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান।
মহিলা ক্ষমতায়ন: সেলাই প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সুবিধা।
ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপি কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দের নিষ্ঠার মাধ্যমে এই আয়োজন সফল হয়েছে। এলডিপির এই ২০তম বার্ষিকী ঈশ্বরগঞ্জের জন্য এক সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতিশ্রুতি বহন করে।
ডক্টর আওরঙ্গজেব বেলালের নেতৃত্বে আমরা ঈশ্বরগঞ্জ জনগণের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ। এসময় উপজেলা এলডিপির সভাপতি মুহাঃ মনজুরুল হক, সহ-সভাপতি শেখ মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম লিটন, উপজেলা গনতান্ত্রিক যুবদলের সভাপতি সোহাগ তালুকদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




